বন্ধুতা

চোঁখের আলোয় চোঁখের তারায় স্বপ্ন ছিল মোর

কি আগুনে জ্বলছি আমি মনে পড়ে তোর!

দু:খের দিনে সুখ কিনে করেছি সবই বিতরন,

সেই সুখ আজ ছোবল দিলো কাল দু:খের এ লগন।

যারা ছিলো আপন জনা; যারা ছিল বন্ধু

তারা আজ হাওয়ায় ঘুরে এঁকে প্রশ্ন বোধক বিন্দু?

আমিতো তোর বন্ধু নইরে তুইতো আমার ভাই

তাইতো তোকে সুখে-দু:খে সর্বক্ষন পাই!

 

 

 

0.00 avg. rating (0% score) - 0 votes