নদী আকাশ তুমি

চাপ চাপ রক্তের স্রোত
ভেসে আসে নীলনদের পথে
নদীও হারিয়ে পথ, বয়ে চলে
পৃথিবীর সব প্রেম, ভালবাসা ঠোটেঁ
আমিও আকাশ দেখি
অন্ধের মতো কৌতুহলি চোখে
চাঁদ তারা নক্ষত্রের মাঝে তুলে দেই
ব্যবচ্ছেদের দেওয়াল।
কানাগলিতেই কানাকানি-
তুমি আর অতৃপ্ত লক্ষ্মীসন্ধ্যা
ভিজে যায় সব নদী, আকাশ
এক হয়ে লাল নীল জোছনায়….

0.00 avg. rating (0% score) - 0 votes