শ্বাপদ

জানিনা ভাগ্যে কােন শ্বাপদ

অযাচিত কােন সমুদ্র চিল

ডানাবাজ ও দস্যুি পনায়

কখনো হামলে পড়ে জননগরে।

তুমিতো বন্ধু তেমন নও

নও কোন বন্য প্রানী, অথচ

দস্যিপনা আর হিংস্রতায়

অন্ধকারকেও দিন বানিয়ে দাও!

আমি অনাহুত দূর্বল প্রানী

সামান্য গর্জনে মুচড়েপড়ি মূহুর্তে

আর তাই বুঝি আমি তোমার

হিউম্যান গিনিপিক।

জনতার কাছে বিচার চেয়েছো

গড়তে চাইছো গন আদালত

সে আদালতের কাঠ গড়ায়

আমাকে নিয়ে হাসবে-গাইবে!

না বন্ধু আমি নির্জনতায় থাকবো

চুপি চুপি বিবেকে হামাগুড়ি দেবো

তবুও তোমার এমন বন্ধুত্ত্বের রোদনে

আমি ভুর করেও ফিরে তাকাবো না!

 

0.00 avg. rating (0% score) - 0 votes