বৃষ্টির আক্ষেপ

আজ এই শহরে বৃষ্টি হলো
তবুও ভিজলো না এ হৃদয়।
অগোচরে মনের বারান্দায়
একরাশ মেঘ জমে ছিলো;

সুখের রবি ঢেকেছে দীর্ঘদিন,
দুখের মেঘদূত বার্তা এনেছে;
বৃষ্টিজলে শহর শীতল করবে
– তাইতো এক পশলা বৃষ্টিতে;

দেহকে শীতল করেছে বটে
তবে নিবীর পরিচর্যা দেবার
এই হৃদয়ে জ্বলে সুপ্ত অনল
এ আকাশে বাকী মেঘজমা।

0.00 avg. rating (0% score) - 0 votes