আমিতো সেই কবে থেকেই অপেক্ষায় তোমার
ফাল্গুনের দিন যেখানটায় বসেছিলাম সেখানে
শতদিন পার হয়ে গেলো তোমাকে দেখিনি
এখানকার কড়ই গাছটিকে স্বাক্ষী রেখেছি
নুরি পাথর, সুরকি, চাবি, যেটাই পেয়েছি
তা দিয়েই বাকল খুঁচিয়ে খুঁচিয়ে লিখেছি-
তুমি ফিরে আসো,
তুমি ফিরে আসো।
তোমার অপেক্ষায় গাছটিও শুকনো প্রায়
শুনেছি, ওপাড়েই নাকি চড়া দাম উঠেছে
টাকা থাকলে আমিই কিনে নিতাম
যাতে গোটা গাছেই লিখে রাখতাম
তুমি ফিরে আসো,
তুমি ফিরে আসো।
একদিনের জন্যে হলেও আসো
এমনিই না হয় এসে দেখে যাও
কতটা অপেক্ষার অভিমানে ক্ষত বিক্ষত করেছি গাছটি
এ গাছের পাতা বলবে
তুমি ফিরে আসো
এ গাছের ডাল বলবে
তুমি ফিরে আসো
শীতলক্ষা নদীর পানি বলবে
তুমি ফিরে আসো
নদীর পাড়ের বাতাশ বলবে
তুমি ফিরে আসো;
তবুও
তুমি ফিরে আসো।