তুমি পাশে নেই…

যদি মনে পড়ে বারান্দায় চলে এসো
বৃষ্টির ফোঁটায় স্পর্শ করে যাবো…
দিয়ে যাবো শীতল পরশ।

যদি ইচ্ছে হয়; বাইরে হাতটি রেখো
স্মৃতিকনা জমিয়ে ছিটিয়ে দিয়ো…
নোনতা স্বাদ হবে হয়তো!

চোখের পানিতো অম্ল স্বাদেরই হয়
মনের কাছে থেকেও সাথে নেই…
বৃষ্টির সাথী; তুমি পাশে নেই…

তুমি পাশে নেই…
আকাশের বুক চিরে হাহাকার
তুমি পাশে নেই…
বুকফাটা এ হৃদয়ের চিৎকার।

তবুও তুমি সাথে নেই…
তুমি পাশে নেই…

0.00 avg. rating (0% score) - 0 votes