কি উপমা,কি তুলনা
দেব তোমায়,তুমি বলনা
তুমি আকাশ ভরা,দিগন্তজোড়া
রঙ্গিন মেঘের আল্পনা
তুমি সবুজ মাথে,নদীর ঘাটে
অনিন্দ্য ঢেউয়ের মূরছনা।।
তুমি শিশিরভেজা ভোর,
অন্তিম,রক্তিম সাঁঁঝ।
কখনো তালগাছ সোজা উঁচুতর;
কখনো বাবুইর বাসা জটিল কারুকাজ।
তুমি কখনো শয়নে,কখনো নয়নে
শত স্বপ্নের বীজবোনা।।
তুমি সুনীল ধেউ-ধোয়া
শুভ্র-ফেনিল সমুদ্র।
কখনো চৈত্র -রোদে নিবিড় ছায়া,
কখনো পত্র-ছন্দে বিস্তৃত বট।
কখনো ডালে,কখনো মূলে
শত প্রানের শত বন্দনা।।
— ফরহাদ হোসাইন রাসেল
২০-০১-১১ খ্রি