কবি হবে ইতিহাস

কতটা কস্টের তীব্রতা লেপ্টে থাকে কবিতায়; 
কতটা দীর্ঘশ্বাস পরে একেকটা অক্ষর লিখতে, 

-তা কেবল কবিই জানে। 

রাতের পর রাত নির্ঘুম চোখে স্বপ্ন দেখা, 
কতটা ভালোবাসায় মোড়ানো শব্দগুচ্ছ 
কতটা অনুভবে লিখে প্রেয়শ্রীকে চিঠি 

-তা একমাত্র কবিই জানে। 

অপেক্ষার প্রহর কতটা যন্ত্রণার যদি বুঝতে, 
যদি বুঝতে, স্বার্থহীন ভালোবাসার কত কস্ট 
কতটা চিৎকার, আর্তনাদ লুকিয়েছে কবিতায় 

-যদি শুনতে। 

যদি বুঝতে কতটা হাহাকারে কাটে রাত 
যদি শুনতে, বালিশ চাঁপা কান্না; 
                         এ হৃদয়ের ডাক। 

-যদি দেখতে 

বিষন্ন বৃক্ষের নিচে অপেক্ষমান প্রেমিক 
স্মৃতির পাতায় ভূল খুঁজে হতাশ পথিক। 

একদিন বুঝবে, শুনবে, দেখবে সবই; 
সেদিন হয়তো কবি হবে ইতিহাস।

0.00 avg. rating (0% score) - 0 votes