তোমাকে ভাবিনা

মনের মধ্যে যে দোলা
সেখানে আমি তোমাকে ভাবিনা,
তুমি দুর দিগন্তের হাওয়ায় দুলে
আমাকে শুধু ছুয়ে যাও
আমি ভালবাসার কপোত হয়ে
এক বিন্দু বৃষ্টির আশায় তাঁকিয়ে…..।

তুমি স্বপ্ন বিলাসী পরি নও;
তুমি স্বর্গের রানীও নও
তোমার গুমোট ধরা ব্যাক্তত্ত্ব
তবুও আমাকে আঘাত দেয়, কাদায়!
আমি ছুয়ে দেয়েছি সমুদ্র
এবার ছুয়ে দেখবো আকাশ
আকাশ সমুদ্রের মধ্য খানে তুমি আমি
সেই তোমাকে আর চাইবো না!

0.00 avg. rating (0% score) - 0 votes