ব্যাবচ্ছেদ প্রায় স্বপ্নগুলো অনাহুত
নিলির্প্ততায় ডুকরে উঠে অনন্তের মধ্যে।
প্রতিনিয়ত বাঁকের আঁধার গুলানো গুহা
স্বপ্নভয় অদৃষ্টের অভিশাপ।
স্মরন কালের কাটপিস অথবা
মেকানিক্যাল হাসির ফুলঝুড়ি
লাল-নীল-হলুদ সামিয়ানা।
রাব্রির দোষে দুষ্ট ডায়বেটিকস্ স্যাকারিন
অম্লান অক্ষয় মিথে্যর ফ্লেবার
বদলে যাওয়া চলমান ক্ষন।
কাছ থেকে দেখা আমাজান
বিশাল অক্টোপাস সহস্র শুড় কপাল দোষে নাকি,
হৃদিক শোকে বিশ্বাব্যাবচ্ছেদ প্রায় স্বপ্নগুলো
অনাহুত নিলির্প্ততায় ডুকরে উঠে অনন্তের মধ্যে।
প্রতিনিয়ত বাঁকের আঁধার গুলানো গুহা
স্বপ্নভয় অদৃষ্টের অভিশাপ।
স্মরন কালের কাটপিস অথবা মেকানিক্যাল হাসির
ফুলঝুড়ি লাল-নীল-হলুদ সামিয়ানা।
রাব্রির দোষে দুষ্ট ডায়বেটিকস্ স্যাকারিন
অম্লান অক্ষয় মিথে্যর ফ্লেবার বদলে যাওয়া চলমান ক্ষন।
কাছ থেকে দেখা আমাজান বিশাল অক্টোপাস
সহস্র শুড় কপাল দোষে নাকি, হৃদিক শোকে
বিশ্বাসের অপমৃত্যু!সের অপমৃত্যু!