রাধিকা বিহনে

রাধিকা বিহনে
————————————–
আমি কৃষ্ণ হতে
চেয়েছিলাম ওগো তোমায় ভালবেসে,
দিবা নিশি কাটে
মোর বিগর্হণ বিধুর অন্তরে অবশেষে ।

বাঁশি বাজে বাজে
তবু আজি রাধা যে আসেনা নাচেনা,
ঢেউ জল ধারা
সব আছে চাঁদতারা শুধু রাধা কাছেনা ।

বৃক্ষ লতা পাতা
আছে বসন্ত সমীরণ তবু নীরব বৃন্দাবন,
একা বনে বনে
রাধিকা বিহনে কাঁদে মোর অবুজ মন ।

১৩ আষাঢ় ১৪২০

0.00 avg. rating (0% score) - 0 votes