ভিলেন বন্ধু

মোহাম্মদ কাশেম

 

আমার বন্ধু হওয়ার কোন যোগ্যতাই নেই

আমি অন্ধ,স্বার্থপর,প্রবল সুবিধাবাদী,

নিজেকে নিয়েই মগ্ন থাকি সদা

অন্যের স্বার্থের কোন ধারিনাধার,

করো সুখে ঈর্ষিত হই,কারো দুঃখে খুশি,

অপমান,লজ্জিত যাহোক অন্যরা

ডুবে যাক গোল্লায়,সমাজ যাক রসাতলে

ক্ষতি যত হোক অন্যের,আমি চেয়ে দেখি

কোন সাহায্যে যাবেনা আমার হাত

মুখ বুঝে হাসবো আর নেব শুধু তৃপ্তি।

 

কথায় কথায় জনগণ ঠকাই

অযথাই দেই কিছু মিথ্য আশ্বাস,

গলায় চেপে ধরি যাদের কোনরকম চলে শ্বাস

ভীষণ প্রভাব বিস্তার করি,ভেংগে দেই বিশ্বাস।

 

অন্যের গীবত গাইতে খুব পছন্দ করি

নিজেরটা শুনলে হই খুব ক্রোধান্বিত।

চুপি চুপি একটু আধটু ঘুষ খাই,

মঝে মধ্যে আবার সুদও খাই।

 

আজ কাল

ওপেন ‍সিক্রেটই বলবো ব্যাপারটি।

আমি আছি আমি থাকবো

সমাজে আমার মত আর বহু আছে,

কেউ আমাদের চিনুক আর না চিনুক

আমরা অনেক অনেক বন্ধু খুজে পাব

আর আমাদের

ভিলেন বন্ধুর কোন অভাব হয়নি হবেও না।

0.00 avg. rating (0% score) - 0 votes