মোহাম্মদ কাশেম
বন্ধু মানে ভালবাসা
বন্ধু মানে প্রেম
বন্ধু মানেই গল্প গুজব
যখন তখন গেম।
বন্ধু মানেই ঝগড়া ঝাটি
বন্ধু মানেই হাসাহাসি
যখন তখন খুনুসুটি
ভেদাভেদ হীন চাষাচাষি।
বন্ধু মানে কাছের মানুষ
মনের ফারাক কম,
বন্ধু মানে মিলেমিশে সব
আড্ডা শেষে ঘুম।
বন্ধু মানেই হিংসা বিদ্বেষ
তাড়িয়ে দেয়া H দূর গগণে,
বন্ধু মানে সদয় থাকা
পরস্পরের মনের মিলনে।