প্রথম কবিতা

আমি নই কবি নই গায়ক নই যে অভিনেতা,
তবুও আমি নিলাম হাতে কলম এবং খাতা।

আমি পারিনা করিতে অভিনয়
আমি পারিনা গাইতে গান।
তাইতো আমাকে সইতে হয় কতো অবহেলা,অপমান।

কবি নয় তবু লিখি কবিতা পারিনা মিলাইতে ছন্দ,
তাইতো আমি অর্ধেক লিখিয়া খাতা করি ভাই বন্ধ।

কতো যে ভূল,কতো যে ত্রুটি আমার এই কবিতাতে,
ভূলগুলো না দেখিয়া করিবেন দোয়া বড় হতে পারি যাতে।।

0.00 avg. rating (0% score) - 0 votes