বন্ধু আছে, কথা নেই,
চিঠি আসে, লেখা নেই।
দূর থেকে দেখা হয়,
চোখে চোখে কথা হয়।
কথা হবে মুখোমুখি,
সে সুযোগ শুধু খুঁজি।
কবে হবে বনিবনা,
এই নিয়ে দিন গোনা।
বন্ধু আছে, কথা নেই,
চিঠি আসে, লেখা নেই।
দূর থেকে দেখা হয়,
চোখে চোখে কথা হয়।
কথা হবে মুখোমুখি,
সে সুযোগ শুধু খুঁজি।
কবে হবে বনিবনা,
এই নিয়ে দিন গোনা।
২০০৬ সালে দৈনিক পত্রিকায় প্রকাশিত অনু কবিতা।