ধিক! ধিক! শত ধিক!
ইঁদুরকে দে শত ধিক!
করে দে রে তারে দূর
শালা সবার শত্তুর!!
ইঁদুর বলে ধুর ছাই!
আমি কি তা ভয় পাই?
শুনে কাঁপবি থর থর-
বাঘা খাঁ মোর মিত্তর!
বি:দ্র: শত্তুর – শত্রু মিত্তর – মিত্র।
ধিক! ধিক! শত ধিক!
ইঁদুরকে দে শত ধিক!
করে দে রে তারে দূর
শালা সবার শত্তুর!!
ইঁদুর বলে ধুর ছাই!
আমি কি তা ভয় পাই?
শুনে কাঁপবি থর থর-
বাঘা খাঁ মোর মিত্তর!
বি:দ্র: শত্তুর – শত্রু মিত্তর – মিত্র।