আমার ভালো লাগে মদের পেয়ালায়
প্রিয় পুরুষের ডুবানো মুখ।
প্রিয় পুরুষ বলে বসে, একটু নেবে?
বলে ফেলি, ব্যাশ তো। তোমাকেও সঙ্গ দেয়া গেলো।
অতপর গোগ্রাসে গিলে ফেলি তার মুখ
গ্লাসের পর গ্লাস
হিংস্র হায়েনার মতো
আমার যেরূপ সে আগেও দেখেছে।
আমার ভালো লাগে মদের পেয়ালায়
প্রিয় পুরুষের ডুবানো মুখ।
প্রিয় পুরুষ বলে বসে, একটু নেবে?
বলে ফেলি, ব্যাশ তো। তোমাকেও সঙ্গ দেয়া গেলো।
অতপর গোগ্রাসে গিলে ফেলি তার মুখ
গ্লাসের পর গ্লাস
হিংস্র হায়েনার মতো
আমার যেরূপ সে আগেও দেখেছে।
তঞ্চঙ্গ্যা সাহিত্যের পাশাপাশি বাংলা সাহিত্যের প্রাঙ্গনেও অল্পসল্প ব্যায়াম শুরু করেছি শখের বশে। পাঠের আমন্ত্রণ রইল।
শুভেচ্ছা রইলো কবি…।।
ধন্যবাদ।
সংশোধনী : গোগ্রাসে ফেলি > গোগ্রাসে গিলে ফেলি