প্রিয় পুরুষের মুখ

আমার ভালো লাগে মদের পেয়ালায়
প্রিয় পুরুষের ডুবানো মুখ।
প্রিয় পুরুষ বলে বসে, একটু নেবে?
বলে ফেলি, ব্যাশ তো। তোমাকেও সঙ্গ দেয়া গেলো।
অতপর  গোগ্রাসে গিলে ফেলি তার মুখ
গ্লাসের পর গ্লাস
হিংস্র হায়েনার মতো
আমার যেরূপ সে আগেও দেখেছে।

0.00 avg. rating (0% score) - 0 votes

৪ thoughts on “প্রিয় পুরুষের মুখ

Comments are closed.