ৠতু রাজ

মোহাম্মদ কাশেম (JJJB)

নহে আজ আর প্রকৃতি ঘুমন্ত

ঘোমটা খুলেছে লাজুক বসন্ত।

কুহু কুহু বাজে কোকিলের কন্ঠ

পুলকিত হয় মন,শিহরণে আসক্ত।

চমকিয়া জাগি,দেখি গভীর  নিশী

ভয় পেয়ে নাগো আমি বসন্ত পিসী।

ভূল করে মোর দূত তোমায় জাগায়নি

তাইতো এসেছি আজ দিয়ে হাতছানি।

শীতের আভা কখন যে গেছে কেটে

রুক্ষতা আর মড় মড় পাতার শব্দ টুটে।

উঠে পর, বাতি জ্বাল,তাকিয়ে দেখ

ঠিক সময়েই কী ৠতুরাজ ফিরে এল?

তুলতুলে নরম গাল, রং মাখা ঠোটে

সারারাত ধরে সে যে  আল্পনা আাঁকে।

ফিসফিসিয়ে বলে শুধু কানে কানে

বলতে গিয়েও যে ভয় পিছু ধরে টানে।

অভিমানে বুক ভরে যদি ফিরে যায়

দিন যাবে,খুব কষ্টে,গভীর বেদনায়।

 

 

0.00 avg. rating (0% score) - 0 votes