স্বার্থপর কবি

স্বার্থপর কবি
মো: সাহিদুর রহমান নয়ন
স্বার্থপর কবি
আমি কবিতা লেখার যোগ্য নই
তবুও লিখতে চেষ্টা করি,
মনের ব্যাথা, হৃদয়ের কথা,
যেন সবার মাঝে বিলাতে পারি।
কেননা
কবিতা আমার, জীবনের শখ,
কবিতা আমার, গায়ের পোশাক।
কবিতা আমার, দু’নয়নের দৃষ্টি,
কবিতা আমার, স্পর্ধা করে সৃষ্টি।
কবিতা আমার, মুখের কঠোরতা,
কবিতা আমার, মনের উদারতা।
কবিতা আমার, একাকী মুহুর্তগুলো,
কবিতা আমার, কষ্টের দিনগুলো।
কবিতা আমার, হৃদয়ে সানায়ের সুর,
কবিতা আমার, সঙ্গী হয়ে চলে বহুদুর।
কবিতা আমার, আঁধার রাতে জোনাকির আলো,
কবিতা আমার, পূর্ণিমার চাঁদে আ্যমাবস্যার কালো।
কবিতা আমার, দৃষ্টিহীনের অন্তরের দৃষ্টি,
কবিতা আমার, দুর্বলের মনে করে সাহস সৃষ্টি।
কবিতা আমার, দাম্ভিকের অহংকার করে পতন,
কবিতা আমার, অত্যাচারির উপর দুর্বলের শোষন।
কবিতা আমার, সুখের মাঝে ঝরায় কান্নার বৃষ্টি,
কবিতা আমার, উষ্ণর মাঝে করা শীতলতা সৃষ্টি।
কবিতা আমার, ধর্ষিতা কন্যার করুন কাকুতি-মিনতি,
কবিতা আমার, নারীর অধিকার দিয়ে করে তারে সতী।
কবিতা আমার, শীতের রাতে ফুটপাতি মানুষের গরম বস্ত্র,
কবিতা আমার, রজনী সজাগ সীমান্তরক্ষীর ভারি অস্ত্র।
কবিতা আমার, একাত্তরের সন্তান হারা মায়ের কাঁদন,
কবিতা আমার, জিয়া-মুজিবের জ্বালাময়ী ভাষন।

কবিতা আমায়, স্বরণ করিয়ে দেয় বঞ্চিত-লাঞ্চিত মানুষের কথা,
কবিতা আমায় বলে, শুধু নিজের কথাই ভাবলি, বুঝলি না পরের ব্যাথা।

কবিতা আমায়, ঘরে ঘুমাতে দেয়না, মনে করিয়ে দেয়, বস্তির কুড়ে ঘর,
কবিতা আমায়, মনের কড়া নেড়ে বলে, করলি ভেদাভেদ আপন-পর,
তুই বড়ই স্বার্থপর, কবি তুই বড়ই স্বার্থপর……………………….।

0.00 avg. rating (0% score) - 0 votes

One thought on “স্বার্থপর কবি

Comments are closed.