মোহাম্মদ কাশেম
হে শীত
তুমি পালিয়ে যাও
আফ্রিকার গভীর অরণ্যে,
বুনো ষাঁড়ের লেজ ধরে
অথবা ধূর্ত হরিণের পিঠে চড়ে।
হে শীত
তুমি পালিয়ে যাও
পাশ্চাত্যের কোন শীত প্রধান দেশে,
অতিথি পাখির ডানায় চড়ে
অথবা বিরতীহীন হাওয়ায় ভর করে।
হে শীত
তুমি পালিয়ে যাও
প্রখর রোদ্রের তাপের সাথে মিশে,
জলীয় বাস্প হয়ে উচ্চ গগণে
অথবা খন্ড খন্ড মেঘের আড়ালে।
হে শীত
তুমি পালিয়ে যাও
রুপকথার গল্পের ভূবনে,
লেখকের কলমের ঘূর্নণে
অথবা কবির কল্পনার জগতে।
হে শীত
তুমি পালিয়ে যাও
আমার প্রিয়ার লেপাবৃত বিছানায়,
শায়িত কোল বালিশের নীচে
অথবা তাঁর উত্তপ্ত বুক জুড়ে।
শুধু তোমার ক্ষনিক আগমনে
অনেক মানুষ থর থর কাঁপে,
অনেক মানুষ বরফ হয়ে যায়,
অনেকে অসময়ে চীর তন্দ্রায় যায়,
বাস্তহাড়া,ভাসমান,ছিন্নমূলদের জীবন
নিষ্ঠুর আঘাতে লন্ড ভন্ড হয়ে যায়।
শীতে কাতর দিকভ্রান্ত পথিকেরা
অসহায়ভাবে সারটা রাত কাঁটায়।
সাহায্য পেতে একটি কম্বল
দিক বেদিক ছুটে বেড়ায়।
শিশু ও বৃদ্বরা তোমার প্রবল আক্রমনে
ক্ষতবিক্ষত হয়ে ডুবে থাকে সদা ক্রন্দনে।
অনেক সবুজ বৃক্ষ তাঁর পাতা হাঁড়ায়,
নিরানন্দ,বেদনাময় ও অস্থির চিত্তে
প্রকৃতিও ভীষণ রুক্ষতায় ভরে যায়।
তোমার এমন সর্বনাশা আগমন
যায়না তো ভাই একটুও মানা,
পালিয়ে যাও,পালিযে যাও
মেনে নেও আমার নিবেদন খানা।