ভাবনা

মোহাম্মদ কাশেম (JJJB)

 

বাহিরে বৃষ্টি রিমঝিম শব্দ

ভিতরে আমি একা,

চারিদিকে ঘেরা লোহার গ্রীল

এ যেন জেলখানায় থাকা।

 

এমনি একটি সময় ইচ্ছে হয়

হারিয়ে যাই কোথাও দূরে,

নীল আকাশের মেঘের নীচে

কিংবা সাত সমুদ্র তীরে।

 

হারিয়ে যাই এমন কোথাও

যেখানে আছে শান্তির নীড়,

রাজা প্রজা নেই ভেদাভেদ

করুনা,সহানুভূতি খুবই গভীর।

 

যতই ভাবি যতই বলি

নহে কিছু আর কল্পনা ছাড়া,

পিছ মোড়া দিয়ে বেঁধে রেখেছে

নিরেট হৃদয়ের এই বন্দিশালা।

 

এখানে যেন আমাকে মানায়

অবহেলিত এই জীবন খানা,

এটাই যেন করুণা অনেক

এটাই সকল দেনা পাওনা।

 

অনেকে হাসে আমাকে দেখে

কেন আমি এই বন্দিশালায় বসে,

আমি যেন পাপি এ জগৎ পটে

প্রায়শ্চিত্ত করছি হিসাব কষে।

 

বাহিরে টুপুর টুপুর বৃষ্টির মাঝে

দোয়েল গাছে খিল খিল হাসে,

আমি, আমার অস্তিত্ব নাকি

এ ধরাতলে বোঝা হয়ে আছে ।

 

কিছুই বুঝিনা নিজেকে নিজে

এত নীচু ভাবি কেন,

একাকিত্ব আর বাদলা আমার

সকল ভাবনার কারণ যেন।

 

0.00 avg. rating (0% score) - 0 votes