মোহাম্মদ কাশেম(JJJB)
আমি প্রেম
আমি একটু ব্যতিক্রম,
আমি এক সৃষ্টি কর্তাকেই চিনি
অর্থাৎ সৃষ্টি করেছেন যিনি।
আমার কাছে সবাই সমান
আমার নির্দিষ্ট নেই কোন ধর্ম,
আমার নির্দিষ্ট নেই কোন বর্ণ,
আমি সব বর্ণের,সব ধর্মের।
আমার কোন গোত্র নেই
আমার কোন সম্প্রদায় নেই,
আমার কোন বংশ নেই,
আমি মুসলিম ভালবাসি,হিন্দু ভালবাসি
ভালবাসি বৌদ্ব, চাকমা ও খ্রিস্টান,
জাতী,ধর্ম,বর্ণ সকল নির্বিশেষে।
যে আমাকে জানায় মোহিত হয়ে
হৃদয়ের অকুন্ঠ প্রেম ,ভালবাসা,
তাঁর কাছেই আত্ম নিবেদন করি
উৎফুল্ল চিত্তে আমার নামের স্বার্থকতায়।
আমি ভালবাসি গাছ
আমি ভালবাসি পাখি,
আমি ভালবাসি নিলাভ সমুদ্র,
ভালবাসি বিধাতার সকল সৃষ্টি।
আমাকে পাবে নদীর বাঁকে বাঁকে
অথবা তুষার ভেজা ধান ক্ষেতে,
কবির কবিতায়,সাহিত্যিকের সাহিত্যে
আনাচে কানাচে ,বিশ্বের সর্বত্রে।
আমি কাউকে করুনাও করিনা
আবার কেউ আমাকে করুনাও করেনা
যে যেভাবে অর্জন করতে পারে আমকে
সেভাবেই দেই ধরা তাঁকে।
তাই ছোট- বড়, ধনি -গরীব
সকল ধর্মের, সকল বর্ণের,
উদাত্ত আহবানে আত্ম উৎসর্গ করি
নিজেকে বিলিয়ে দেই উদার মনে।