বীর
রাহাত হোসেন
একি আজি দেখছি মোরা দেখার কথা ছিল নাকি
না জানি আর কতকিছু দেখার তরে আছে বাকি
যেদিকে যাই সেদিক দেখি মানুষ মরার আর্তনাদ
বাঁচার মত কেউ বেঁচে নেই সবার তরেই মরণ ফাঁদ
ঘরে ঘরে লাশ পড়ে যায় বাস করে সব লাশ নিয়ে
বলার মত কিছুই তো নাই বললে মারে ভয় দিয়ে
একজনারে মারলে পিছায় সাথের সাথী হাজার জন
মানুষ সকল মেশিন আজি মানুষ আছে নাই তো মন
একটি গুলি শূন্যে তুলি ছুঁড়লে ফাঁকা মানুষ সব
এক মুহূর্তেই হয় রে শ্মশান যেথায় ছিল কলরব
সবার বুকে ভয় দেখিয়ে জয় ছিনানোর চরম ত্রাস
কিছু লোকের ভয়ে দমে হাজারও লোক বারো মাস
মাসের পরে মাস পেরোলেও লাসের পরে লাশ ঝরে
জীবিত সব হয়েও ভয়ে মরার পরেও ফের মরে
কেউ বলে না কোন কথা সামনে যদি মরে কেউ
দুই আঘাতেই হয় রে ফাঁকা লাখো কোটি প্রাণের ঢেউ
মানুষ সকল দর্শক হয়ে দেখে অন্য মানুষ খুন
গুণগুলো আজ দোষ রে আজি দোষগুলিই আজ সবার গুণ
সরল হলে কোন মানুষ জেদ তবু তার সরল নয়
গলা ছেড়ে ঠায় দাঁড়িয়ে বলতে এসব ইচ্ছে হয়
নিজের জীবন গেলেও তবু বলতে মানা মারবে ফের
এক মরাতে চুপ মারিলে মারবে মরণ মরবে ঢের
মানুষের প্রাণ এখন বোধ হয় পণ্য কোন বাজারের
ইচ্ছামত যার খুশি নেয় সিন্নী যেমন মাঝারের
মানুষ এখন এমন প্রাণী সামনে মারলে বন্ধুকে
চুপ করে রয় সব নিয়ে যায় প্রেম আবেগ সেই বন্দুকে
শূন্যে তুলে টানলে ঘোড়া পিস্তলে সব দেয় রে দৌড়
যার যা সকল ফেলেই ছুটে নোবেল হোক আর সোনার গউর
কেন আজি সহজ সরল লোকের উপর অত্যাচার
ভীতি নিয়ে বাহিরে যায় ফিরবে কিনা অজান তার
ওরে অবোধ জনগণ সব রব তুলে বাঁধ হাতে হাত
এগিয়ে যা বাঁধন ধরে ভাঙবে তবে সকল বাঁধ
জ্বললে জলুক আগুনটা ফের জ্বালা আগুন আরেকবার
দেখতে হলে দেখবো আবার একাত্তরের হাহাকার
ঐ আগুনের উত্তাপে সব শত্রু হবে অপদীপ
মরতে হলে এমন মরণ মরেও হবি চিরঞ্জীব
সংখ্যাতে ঐ ভয় দেখানো জীবের সংখ্যা খুবই কম
বুঝিয়ে দে সরল মানুষ নরম হলেও ভয়ের যম
দে খুলে দে বুকের বসন যুদ্ধ কর সব আজ রাগে
পারলে নেবো শত্রুরও শির নইলে দেওয়ার সাধ জাগে
সেই আগুনের লোহিত শিখার তপ্ত লোহার সুপ্ত ক্ষেদ
কোথায় রে বীর ধীর ছেড়ে আজ জাগা মনের সকল জেদ
মন দিয়ে আজ কর বাজিমাত ভাঙ্গিয়া সব কর চুরমার
পাগলা হাওয়ায় পাগল হয়ে দে লাগিয়ে ধুন্ধুমার
হাতে নিয়ে জীবনটা তোর শোর করে ওঠ আরেকবার
তোদের তরে বাঁধতে রে গান সাধ জাগে খুব আজ আমার
জয়ের পরে বীর বাঙ্গালীর আজকে একি অবক্ষয়
মৃত্যুকে তুই জয় করে আন ভুলে যাওয়া যুদ্ধ জয়
না বাঁচলে মর বীরের মত বোতাম ছিঁড়ে বুক ফোলা
পারবে নারে ভাঙতে সে বুক তুচ্ছ ভয়ের সেই গোলা
খুলে দেখা বোতাম সাঁটা বুকের পাঠার সে কি জোর
পারবে না কেউ ভয় দেখাতে তোরা যে মোর জয়ের চোর
তোরা সবাই ভয় ঠেলিয়া আনলি যে জয় নিজের ক্ষয়
সে জয় নিয়ে বাঁচার পরেও তোদের সবার কিসের ভয়
এই কি তোরা যাদের জয়ে আজ আর আমি কাঁদি না
কিন্তু আজি কেঁদেই চলে ছেলের লাশের পাশে মা
কান্না যদি নাই থামে তোদের জয়ের কিসের লাভ
ধরলে মাথায় অস্ত্র ওরা বাপকে ভুলে ডাকিস বাপ
হায় রে দামাল কেন করিস বাপ ডেকে মার অপমান
এই কি তোদের মায়ের দুধের প্রতি ফোটার প্রতিদান
জুলুম যারা চালিয়ে যাস সরল সবার সরল মন
বুঝবি যেদিন ক্ষেপবে সকল সহজ সরল জনগণ
সবার মাঝে সরল খুঁজে তাদের করিস অত্যাচার
ভাঙবে আজি বলে রাখি এরাই তোদের অবিচার
মূলাধারের মূলের সরল তাহার নিচেও সরল হয়
সরল যখন সবল হবে করবে সরল বিশ্ব জয়
জাগিয়ে দিলে ঘুমিয়ে থাকা ঘুমন্ত সব সরল বাঘ
কামড় তাদের দাহ্য ভারী অগ্নিঝরা তাদের রাগ
ভাঙ রে তালা লাথি দিয়ে আগুন জ্বালা গৌরবে
ওরে সরল ভীতি ভুলে জীবন রাঙা সৌরভে
অন্তবিহীন দিগন্ত আজ মন্ত্রে তাহার যন্ত্রণা
সরল সকল দে আজ প্রাণে কাঠিনত্বের মন্ত্রনা
কেউ যদি না জাগে তবু আমি একা জেগে রই
বুক ফুলিয়ে হাঁটছি পথে শত্রুরা সব গেলি কই
আপন মনে দিন যাপনে পোষণ করি ভয়ের ক্ষয়
তোদের ভীতি মৃত্যু দিয়ে ভাঙা মানেই আমার জয়
জীবন আমার হাতের মুঠোয় ফুটো করে দেনা বুক
তোদের গুলি মারলে মোরে মরেও পাবো বিশাল সুখ
মৃত্যু ছাড়া সত্য পথে বিপ্লব কভু আসে না
মরে গেলে বুকে টেনে হাসিবে ভাই হাসবে মা
ঐ হাসিতে লুকিয়ে রবে তোদের ক্ষয়ের জয়গান
মৃত্যু আমার একার হবে তোদের ক্ষয়ের আহবান
অস্ত্র হাতে ঠায় দাঁড়িয়ে ভয় দেখালেই হয় না বীর
ভয় দেখিয়ে মারবি যাদের তারাই কাটবে তোদের শির
লোকান্তরে লুকিয়ে যাবে একটি বীরের চেনা মুখ
সেখান থেকেই উঠবে জেগে লাখো বীরের জয়ের সুখ
মমতা দিয়ে ক্ষমতা নিয়ে সেই ক্ষমতাই পাল্টে যায়
যে হাতে চায় ভোট দুয়ারে জিতলে মারে সে হাতটায়
ভীতি দিয়ে রাজনীতি হায় নীতির একি অবক্ষয়
যেদিন মরবি ধুকে ধুকে সেদিন নীতির হবে জয়
অঙ্গনে তোর ভয় দেখানো হাজার রঙের ফুল হাসে
লাল রঙে সব রঙিন হবে লুটাবি যেদিন ঐ ঘাসে
ছিঁড়বে যেদিন সকল সরল তোরই ভয়ের বোনা জাল
সেদিন মরবি ঢের তাড়নায় মরার মাঝে কি যে ঝাল
কি লাভ হবে এই ক্ষমতার সব মমতা বলি দিয়ে
থাকবে নারে এ ভব যবে বিধির অটল ইচ্ছা নিয়ে
বিধাতার চেয়ে ক্ষমতাবান হওয়ার কোন উপায় নাই
এই পাপই তোর তাপ হয়ে সব পাপী পাবে নরক ঠাই
মরণ হলে বীরের মতন চোরের মতন নয়
যে মরণে তৃপ্তি নিয়ে সুপ্ত থাকে জয়
বীরের নীতি এই
যতই দেখাও ভয় তবু সে রুখবে না কিছুতেই
বীরেরে রুখা ভার
অম্বরের বাজ হার মেনে যায় ধমকের কাছে তার
বীরেরে কর ভয়
জাগিলে বীর সাহস নিয়ে সবকিছু করে জয়
কাটিয়া শত্রু শির
মৃত্যুকে ভয় না করে এগিয়ে যায় যারা তারা বীর
ঝঞ্ঝা এলে তাড়িয়ে দিয়ে তাড়না নিয়ে তার
একদিন সব বীরের ভিড়ে শত্রু পাবে না পার