মোহাম্মদ কাশেম (Jago Janata Jago Bangladesh)
কাঁকণ ভেংগেছে গাঁ এর মেয়ের
ঘা খেয়ে কলসির,
কেটেছে হস্ত ঝরছে রক্ত
কলসি পড়ে ভেংগে চেৌচির।
একটুও কাঁদলেনা,একটুও হাসলেনা
শুধু হলে বিস্ময়, সাথে একটু সংশয়,
অপলক নয়নে চেয়ে শুধু রইলে
ভাংগা কাঁকণ আর কলসির নয়ছয়।
পিছন হতে আসলাম,মৃদু হেসে বললাম
দিবে কী গো উপাহার,
কেঁটে যাওয়া ঐ হস্ত ছোয়া ?
ফিক করে হাসলে,মৃদু স্বরে বললে
কেটে যাবে তোমা হাত ঘর্ষণে কাঁকণের,
আমি কোন ফুল নয়,শিউলিরও সুভাষ নয়
লুটে নাও যা পার ,সরল স্পর্শে নয়নের।