বিদায়

মোহাম্মদ কাশেম(Jago Janata jago Bangladesh)

 

তুমি চলে যেতে চাও

তবে যাও,

তোমাকে আটকে রাখার হিম্মত আমার তো নেই।

 

তুমি মক্ত বুনো হাঁস

ডানা ঝাপটে,

যেখানে খুশি স্বাধীনভাবে যেতেই তো পার।

 

 

তুমি বিশাল উচ্ছ গগন

তোমাকে ছোয়া,

আমার মত ক্ষদ্রের কোন সাধ্যই তো নেই।

 

তুমি আকাশের মেঘ

ভাসতে ভাসতে,

অনেক দূরে বৃষ্টি হয়ে ঝড়তেই তো পার।

 

তুমি আঁকা বাঁকা নদী

ভাংগা ভাংগিতে,

এ কূল ও কূল দুকূলেই সমভাবে ভূমিকা রাখতেই পার।

 

তুমি প্রবাহমান নদীর প্রখর স্রোত

আনন্দ চিত্তে,

গভীর সমুদ্রে বসবাসের ইচ্ছাতো করতেই পার।

 

তুমি নিরাকার বাতাস

মাঝে মধ্যে,

কালবৈশাখী ঝড়ের রুপ ধারণ করতেই পার।

 

 

তুমি জলন্ত চুলোয় বসানো

ফুটন্ত জল,

বাস্প রুপে অদুশ্য হওয়ার ছলনা করতেই পার।

 

তুমি বেশ অস্থির চঞ্চলমতি

আমার কষ্ট বোঝার মানসিকতা,

তোমার হয়তো কোনদিন হবেনা।

 

যাও যাও

কষ্ট হলেও বিদায় দিতে হবে,

বিদায়।

 

0.00 avg. rating (0% score) - 0 votes