তুই হীনা

তুই নাহয় নাইবা থাকলি
তোর স্মৃতিগুলোই থাক ।
আমার শূন্য গোধূলী মাতাক
একটা কোকিলের ডাক ।।

0.00 avg. rating (0% score) - 0 votes

One thought on “তুই হীনা

  1. কবি ও কবিতার পেজে এটাই আমার প্রথম ও সবচেয়ে সংক্ষেপিত কবিতা । আশা করব এটি আপনাদের পছন্দ হবে এবং আমার অন্যান্য দীর্ঘায়িত কবিতাগুলো প্রকাশের জন্য আমায় উৎসাহিত করবেন । ধন্যবাদ ।

Comments are closed.