মানব প্রণালী
আব্দুল মান্নান মল্লিক
সোনার এক পাথরবাটিয় খাচ্ছে দাদু দৈ।
কাঁঠাল রসের আমসত্ত্ব তাই কখনো হয়?
মজার কথা বলতে লজ্জা এমন যদি হয়,
মেয়ে মানুষ খাটছে মাঠে পুরুষ ঘরে রয়।
শুনবে নাকি মজার কথা কল্পগুরুর দান,
অন্ধ মানুষ সিনেমা দেখে বধির শুনে গান।
তেমাথা এক পথের ধারে মজার অনুষ্ঠান,
পক্ষাঘাতে বাজায় ঢোল বোবায় করে গান।
বড়লোকদের কুকুরগুলো ট্যাক্সিয় ঘুরে শহর,
দীন প্রবীণ লাঠিয় হাঁটে পাইনা শীতের চাদর।
হাসপাতালে ঢুকতে মানা মানুষ যদি হয়,
বিড়াল ইঁদুর হুকুম ছাড়া রুগির খাটে শোয়।
মদের নেশায় ঘুরতে দেখে ঘুরছে চন্দ্র তারা,
তত্ত্বজ্ঞানে বলছে ওরা ঘুরছে সারা ধরা।
মদের কথা উঠলো যখন শরম কেন আর?
প্রাণনাশ হয় নেশার ঘোরে সংসার ছারখার।
নেশাখোরদের তাড়াই পুলিশ আজব দুনিয়া,
অনুমোদিত মদের দোকান আইন অক্রিয়া।
ঘোষের দুধ বাড়ি বাড়ি খায়না এমন মানুষ,
মদের নেশায় গড়াগড়ি রাস্তায় পড়ে বেহুঁশ।
এই কবিতাটি কৌতুককর হলেও, লিখতে গিয়ে ব্যথা পূর্ণ হৃদয়ের আঙিনায় অস্থিরে ঘুরে বেড়িয়েছি।
তবে জানিনা পাঠক বন্দুদের ভালো লাগবে কি না। অনুরোধ রইলো, মন্তব্য করে যাবেন। আশীর্বাদ করবেন পরবর্তিতে আরও ভালো কবিতা শোনাতে পারি। সবাই ভালো থাকবেন এই কামনা করি।