নরখাদক শীত

মোহাম্মদ কাশেম (Jago Janata Jago Bangladesh)

 

হে শীত

তোমার দু হাত ধরে মিনতি করছি

ফিরে যাও, এসোনা আর।

 

তোমার আগমনে

আমরা খুব ভীত

বার বার কেঁপে উঠছে জ্বর।

 

কাপড় ছিলনা

পড়ার মত দাদার

গতবার যখন এসেছিলে বেড়াতে।

 

ঠক ঠক করে কাঁপছিল শুধু

অনুরোধ করেছিল বহুবার

তবুও পারেনি তোমাকে তাড়াতে।

 

অবশেষে,খুব নিষ্ঠুরভাবে

কেড়ে নিল প্রাণ

বাঁচতে দিলেনা তাকে।

 

আবারও এসেছ ফিরে

আমি খুব কম্পিত

কীভাবে বাঁচাই বাবাকে।

 

বড়রা সব

অন্ধ হয়ে গেছে

তাদের নজরে আসেনা গরীব।

 

কে মরলো,কে বাঁচলো

সকল হিসাবের খাতা বন্ধ আছে

যেভাবে খুশি,সমাজ সেভাবে চলুক।

 

 

 

 

 

 

 

0.00 avg. rating (0% score) - 0 votes