সজীব তির্যক রোদ্রের আকাশে যদি
খন্ড খন্ড মেঘের মিছিলের সমাবেশ ঘটে
তবে তাঁকে কী ভদ্র বলা যায় ?
মৃদু মৃদু বাতাস প্রশান্তি পূর্ন সবুজ সমারোহে যদি
সর্বনাশা নির্দয় টাইফুন তাঁর ধারাল থাবা মারে
তবে তাঁকে কী ভদ্র বলা যায় ?
শান্ত সমুদ্র,নদী অশান্ত হয়ে ফুলে ফেপে উঠে যদি
ঘর বাড়ি,শস্য এমন কী জীবন নিয়ে তামাশা করে
তবে তাঁকে কী ভদ্র বলা যায় ?
উচ্চ গগণে উড়ন্ত হিংস্র চিল যদি
মায়ের বুকে লুকিয়ে থাকা বাচ্চাকে ছোবল মারে
তবে তাঁকে কী ভদ্র বলা যায় ?
সমাজের রুই,কাতলা,বোয়ালরা যদি
চুনাপুটিদের অধিকার গিলে গিলে খায়
তবে তাঁকে কী ভদ্র বলা যায় ?
মৃত বাবার পেনশন তুলতে গিয়ে যদি
টেবিলে টেবিলে উপরি দিতে হয়
তবে তাঁকে কী ভদ্র বলা যায় ?
ছাত্রদের হাতে কলম না দিযে যদি
অস্র গোলবারুদ তুলে দেওয়া হয়
তবে তাঁকে কী ভদ্র বলা যায়?
পিতা মাতার ঋন শোধ না করে যদি
স্ত্রীর পল্লীগিতী গান শুনে পথ ভ্রষ্ট হয়
তবেঁ তাঁকে কী ভদ্র বলা যায় ?
নিজ দেশের সংস্কৃতি ভুলে যদি
ভিনদেশী সংস্কৃতি চর্চায় মেতে উঠি
তবে তাঁকে কী ভদ্র বলা যায় ?
সবার ভিতরেই সুন্দর আত্বা আছে
যদি উহা অসুন্দরের পূজা করে
তবে তাঁকে কী ভদ্র বলা যায় ?
মন ভুলানো সাজানো বর্ণমালা দিয়ে যদি
কারো জীবনের গতি মসৃন পথে যায়
তবে তাঁকে কী ভদ্র বলা যায় ?