ভালবাসার শেষ সূচনায়,
লিখা শুধু তোমারই নাম শুধু তোমাকে নিয়েই সপ্ন দেখা,
শুধু তোমাকেই ভালবাসা।
এই হৃদয়ে আকা শুধু তোমারই ছবি, তাই তোমাকে আজও বড় ভালবাসি।
মনের ঘরে আছো তুমি,
আছো এ অন্তর জুরি।
হৃদয়েতে আছো তুমি,
আছে বাকা ঠোঁটের হাঁসি
তাইতো তোমার হাসি দেখতে,
বড়ই ভালবাসি।
Hi