মোহাম্মদ কাশেম
Jago Janata Jago Bangladesh
ফুলের মত ছোট্ট শিশু
বইয়ের বোঝা তাঁর ঘাড়ে
কুজো হয়ে হাঁটছে যে সে
এত বই কী বইতে পারে ?
কখনও কখনও বায়না ধরে
যাবনা আর স্কুলে,
এত বেশী পড়া শোনায়
যাই যে সব ভুলে।
আমরা এখনও ছোট্ট বাবু
আমাদের ঘাড়ে এত বই কেন ?
তোমরা তো বুড়ো খোকা
তোমারাও তা নিচ্ছ মেনে ?
বইয়ের বোঝা না হয় নিল
একটু খানি কষ্ট করে,
ছোট্ট শিশুর ছোট্ট মগজে
এত জ্ঞানের বোঝা কী ধরে ?