মোহাম্মদ কাশেম
(Jago Janata Jago Bangladesh)
কই গো আস
চল,আজ থেকে আর করবোনাকো
কোন হিংসা,কোন মারামারি কিংবা কোন ভন্ডামি,
দূরে ঠেলে দিব সকল প্রকার মানসিক নোংরামি।
আস প্রতিজ্ঞা করি
কারো অধিকারে হস্তক্ষেপ,করবোনকো আর
কারো জীবন নিয়ে বাজি,খেলবোনাকো আর,
কারো ভাগ্য নিয়ে,ছিনিমিনি খেলবোনাকো আর,
সমাজের শান্তি নিয়ে লুকোচুরি করবোনাকো আর।
চল বিগত বৎসরের
সকল ভুল গুলি খুজে বাহির করি,
ছোট বড় যা আছে
শোধরে নিতে মানসিকতাকে প্রস্তুত করি।
নতুন সালে,নতুন ভাবে এমন সকল আবাদার
যদি থাকে সবার মাঝে,প্রাণ পাবে নব সাল।
আস ভাই আস,নতুন বৎসর এল,
তাকে বরণ করি
মানসিক স্বচ্ছতার বরণ ডালা দিয়ে,
শুভেচ্ছা জানাই হৃদয়ের লুকিয়ে থাকা
ভালবাসা নামক এক গুচ্ছ পবিত্র ফুল দিয়ে।