তোমায় ঘিরে যত চিন্তার মালা,
ক্ষণে ক্ষণে তা দিয়ে যায় জ্বালা।
দু চোখ আমি যখন করি বন্ধ,
তোমার ওই রূপ আমায় করে দেয় অন্ধ।
ভাবতে চাই না আমি আর কিছু,
স্মৃতি গুলো আমায় নিয়ে যায় পিছু।
তোমায় ঘিরে যত চিন্তার মালা,
ক্ষণে ক্ষণে তা দিয়ে যায় জ্বালা।
দু চোখ আমি যখন করি বন্ধ,
তোমার ওই রূপ আমায় করে দেয় অন্ধ।
ভাবতে চাই না আমি আর কিছু,
স্মৃতি গুলো আমায় নিয়ে যায় পিছু।
হাজারো চিন্তা গুলো নিয়ে আমার প্রকাশিত কবিতা।