অনেকতো হলো, এবার চলো
ফিরে যাই ছোট্ট সোনার গাঁয়।।
আর কত দূষিত বাতাস
বুকে নিয়ে বেঁচে থাকা!
আর কত বর্জ্যের গন্ধ
মুখে নিয়ে বসে ভাবা!
অনেকতো হলো, এবার চলো
ফিরে যাই ছোট্ট সোনার গাঁয়।
আর কত চাঁদ খোঁজা
উঁচু উঁচু ভবনের ফাঁকে ফাঁকে
আর কত হারিয়ে যাওয়া
জন বিহবল পথের বাঁকে বাঁকে!
অনেকতো হলো, এবার চলো
ফিরে যাই ছোট্ট সোনার গাঁয়।
আর কত ভয়াল অন্ধকারে
স্বপ্নহীন বেঁচে থাকা
আর কতো বিভষ্য জীবনের ভারে
নির্জনে ঢুকরে ঢুকরে কাঁদা!
অনেকতো হলো, এবার চলো
ফিরে যাই ছোট্ট সোনার গাঁয়।।