মোহাম্মদ কাশেম
মায়ের বকুনি, বাবার তাড়া খেয়ে
চলে এলাম ঢাকা,
কী হবে আজ যদি না করি কাজ
ভাবছি বসে একা।
সকাল বিকাল সময় অসময়ে
মা বলে শুধু পড়,
ঘুম ঘুম আখিতে পড়ার ফাঁকিতে
বাবা কষে মারে চড়।
স্কুলের ইংরেজী মাষ্টার মশাইয়ের
মেজাজ বড় গরম,
পড়া না পাড়িলে হঠাৎ হঠাৎ
শাস্তি দেয় চরম।
এত কিছু আর ভাল লাগেনা তাই
পালিয়ে এলাম ঢাকা,
জীবনের দাম হয়ে যাক ম্লান
পেলে উড়ন্ত টাকা।
সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরেছি
বেকার যুবকের মত,
পেটে আর পিঠে ফুটে উঠেছে
শত ক্ষুধার ক্ষত।
পড়াশোনার মত অমূল্য রতন ছেড়ে
খোজলাম শুধু কাজ,
বিফলে গেল সকল শ্রম
নেমে এল সাঝ।
মৃদু পদে চলি আর চারিদিকে তাকাই
ঘুমাবার স্থান কোন খানে,
আনমনা মনে ভেবে নেই ক্ষণে
মজা হবে রেলস্টেশনে।
দু টাকা দিয়ে কিনে পেপার
শুয়ে গেলাম তাতে,
কষ্ট একটু হয়তো হবে
পৌছে যাব প্রভাতে।
গভীর রাতে ক্লান্ত দেহ
দিল বেজায় ঘুম,
শান্তি আর কষ্ট কিছু দিয়েছিল
রেল স্টেশনের খোলা রুম।
ঘুমের ঘরে পুলিশের লাঠি হঠাৎ
ঢেলে দেয় ব্যাথার বিষ,
শুয়ে থাকা জনতা পালাতে থাকে
যন্ত্রনার জ্বালায় চেচায় ঈস।
কিছুক্ষণ পর পর পূণরায় ফিরে আসে
উৎকন্ঠা নিয়ে দেয় ঘুম,
আবার হঠাৎ বেঁজে উঠে ট্রেনের হুইসেল
তাতেও বিদ্রোহী দুই নয়ন।
অতন্দ্র প্রহরী লাইট গুলো সদা অবিচল থাকে
একটুও কাজে দেয়না ফাঁকি,
ধার করা অন্ধকারের সহায়তা নিয়ে
একটুও তৃপ্ত হয়না আঁখি।
কেউ বলে বাদাম,কেউ বলে চানাচুর
হকাররা এভাবে সদা চেচায়,
নিয়মিত,বিরতিহীন সারাটা রাত চলে
প্রচন্ড শব্দ আর কন্ঠের লড়াই।
হাটুর সাথে মাথা গুজে থর থর কাপে
নির্দয়,হৃদয়হীন,নিষ্ঠুর শীতে,
কাঁথা নেই,লেপ নেই,তোষক নেই
প্রবল শীতের আক্রমন ধমণীতে।
এ পাশ ঘুরে,ও পাশ ঘুরে শীতে
আঁখি নাহি পায় ঘুমের সাক্ষাত,
বিষন্ন হ্নদয়,পেটে ক্ষূধা,প্রচুর শোরগোলে
কোনভাবে গড়িয়ে যায় অহমিকাপূর্ণ রাত।
এখানে আসে গৃহহীন,বেকার পথচারী ,
রিকশা চালক ও নানা পেশার শ্রমিক,
আসে দূরদূরান্ত থেকে রক্তের বন্ধন ছেড়ে
যাতে রোজগার হয় তাঁদের কিছুটা অধিক।
আমিও ছিলাম এ দলের নিশাচর যাত্রি হয়ে
নীরবে হজম করলাম বিষের সে সকল স্বাদ,
মনে হল আজই এখানে গড়ি বিরাট প্রাসাদ
আনন্দ ভরে দেই অসহায় যাত্রির গোটা রাত।
এদেশে রেলস্টেশন,বাসস্টেশন আর ফুটপাতে
আমাদের মত শত শত নিরীহ লোকের বসবাস,
কেউ তা দেখেনা একটুও দুই নয়ন মেলিয়া
কী মজা,আনন্দ শুয়ে যেখানে খোলা আকাশ।
এখানে কারো জন্য কারো প্রান কাঁদেনা
এখানে কারো জন্য কারো মন কাঁদেনা,
এখানে কারো প্রতি কারো ভালোবাসা হয়না,
কারো পেটে ভাত আছে কী তা জানতে চায়না,
কারো বিপদে কেউ একটুও সাহায্য করেনা,
এখানে সহানুভূতি আর মানবতা অত্যান্ত নগন্য,
জানিনা,জানিনা মানুষ কেন হয় এত জঘন্য।