মোহাম্মদ কাশেম
সর্বনাশা এমন লুকোচুরি
খেলোনা আর ছোট গিন্নি,
বাতাসেই স্পর্শ পাই,মিষ্টি মধুর কন্ঠ ও শুনি
অনেক কাছে থাক,তবুও দেওনা ধরা
এমন করো কেন গিন্নি ?
তোমারই গতরের উত্তপ্ত তাপ
ভীষণ কাছেই আমার বসবাস,
তোমারই শরীরের মিষ্টি গন্ধ
যা আমার ভীষণ ভীষণ আনন্দ।
হালকা হালকা সাজ, কিছু কিছু লাজ
ভালই তো লাগে বেশ মজাদার,
ডাগর ডাগর আঁখির মিষ্টি মিষ্টি চাহনি
বিরতীহীন ডাকে,শান্ত থাকা দায়।
একটু দূরে গেলে তাই বার বার কাছে ডাকি
কাছে আস,পাশে বস,প্রাণ খুলে একটু দেখি।
আমার হৃদয়ের এমন ছটফট আর উন্মাদনা
তুমি তো বুঝোনা,বুঝতেও চেষ্টা করোনা
বলবে কী ? এমন করো কেন ছোট গিন্নি ?
একে তো বিজ্ঞানের বড়ই যে জটিল যুগ
কেউ বলে অভিশাপ,কেউ বলে আর্শিবাদ
কোনটা যে সঠিক হবে তা বলা মুশকিল।
বিজ্ঞানের কল্যাণে ফেসবুক,মোবাইল অপশনে
টোকা দেও খুব নীরবে অন্যের দরজায়,
কাছে রেখে সঠিক লোক
পাড়ি দেও কেন অজানায় ?
বুঝেবে-বুঝবে,কাঁদবে-কাঁদবে
আমার প্রিয় ছোট গিন্নি,
সকল মায়া ত্যাগ করে
যখন চলে যাব দিল্লি।