ভালো তোমায় বাসবইরে /// শফিক তপন
————————-
আমি শুধু ভালো তোমায়
বাসবইরে সারা জনম মনে রেখ,
তুমি যতই দূরে যাবে সরে
ততই তোমায় ভালো বাসব দেখ ।
তোমায় ভালবাসতে গিয়ে
যদি মন মোর যায় ভেঙ্গে যায়,
তবুও তোমায় ভালবেসে
যাবো মন যে শুধু তোমায় চায় ।
আমায় ভুল করে হলেও
যদি ভালবেসে থাক কোন একদিন,
মনে রেখ জীবন দিয়ে
হলেও আমি শোধ করে দেব সেঋণ ।
আমিতো পারবনা ভুলতে
তোমার স্মৃতিই ধরে রাখব আজীবন,
ভালো তোমায় বাসবইরে
যতদিন বেঁচে থাকবে এই দেহে মন ।
সুন্দর।