কখনো যদি এই আমি
এই পৃথিবী থেকে হারিয়ে যাই,
খুজবে কি তুমি পাগল হয়ে
দেখবে আমি কোথাও নেই।
কাদবে তুমি চিৎকার করে
ডাকবে কি আমায় ডাকবে কাছে,
কিন্তু আমি আর এসে
দাড়াবো না যে তোমার পাশে।
প্রতিটা মুহুর্ত এই কথাটা
ভাবতে লাগে ভীষন ভয়,
তবুও ক্ষমা করে দিও আমায়
কখনো যদি এমনটা হয়।