আমায় একটু ছুঁয়ে দাও প্রিয়া
মনের যত জ্বালা –
থামাও, আমার সকল কামনা
মিটাও হে এইবেলা।
আমার হৃদয়ে ঝড় উঠেছে,
অচেনা একটা ব্যামো –
রুধিছে আমার সকল পথকে
চিনেনা তারে জমও।
আমার চিন্তা-চেতনে আজি
কিছুনেই তুমি ছাড়া,
তুমিময় আজ আকাশ বাতাস
তুমিময় মোর ধরা।