১৬ই ডিসেম্বর

১৬ই ডিসেম্বর
—————————————-

৩০ লক্ষ শহীদের আত্মত্যাগে অর্জিত ১৬ই ডিসেম্বর,
সেই পরম আনন্দে আলোকিত বাংলার ১৬ কোটি ঘর ।
মুখরিত জনপদ, মহা উল্লাসে যেন মাতিয়াছে এ ধরণী,
তাই বাঙ্গালীর মনে ধ্যানে জ্ঞানে যাচিয়াছে বিজয় সরণী ।

জাগো বাঙ্গালী আবার জাগো থাকিওনা নীরব অন্ধকারে,
যত অশুভ শক্তির কাল থাবা হইতে বাঁচাও এ দেশটারে ।
জাগিয়া উঠুক আবার মুক্তির চেতনা মানুষের মনে প্রাণে,
তবেই বাংলাদেশ ভরিয়া উঠিবে মহা বিজয়ের সু-ঘ্রানে ।

১৬-১২-২০১৫

0.00 avg. rating (0% score) - 0 votes