আমার মায়ের আছে পবিত্র সুন্দর একটি ঘর,
সকাল দুপুর ও রাত্রি কাটে সেই ঘরের ভিতর ।
বাবাকে নিয়ে থাকেন তিনি সারা জীবন ভরে,
দিননাই রাতনাই কাটে তাঁর মোনাজাত ধরে ।
মাঝেমাঝে ঘরে-বাইরে তিনি করেন পায়চারী,
কোথাও যেতে নেই স্বস্তি তাঁর ঘরখানি ছাড়ি ।
বারান্দায় তজবী হাতে কাটান রোজ বিকাল,
এমনই করে সেই ঘরে তাঁর কাটছে বহুকাল ।
ছোট্ট পান্দানিটি রাখেন তিনি বহুত যত্ন করে,
সারাদিনে দুএকটা পান চিবোন যদি মনে পড়ে ।
সে ঘরে যেন আছে মিশে সারা জীবনের সুখ,
হাস্যোজ্জল থাকুক আমার মায়ের সোনা মুখ ।