একদিন এই বাংলার

ব্রজ কিশোর দাস

একদিন এই বাংলার অশ্বত্থের অথবা বটের

কিংবা জামের নীবিড় ছায়ায়- ক্লান্ত আমি

নতুন ফসলের আহবানে কুয়াশা স্নান শেষে

দীর্ঘ ঘুম পথে-

কালের চাঁদর বিছায়ে থাকব শুয়ে।

কত রাত হয়েছে ভোর

স্বাথি তারা জেগে আছে

দূর আকাশের গায়;

মাঠে মাঠে মরে গেছে শরতের চাঁদ

তখন ধূসর নদী-

হয়তো ধলেশ্বরী নয়তো নবগঙ্গা

এক ঝাক কচুরীপানা বুকে নিয়ে

বাংলার জনপদে;

অন্ধকারে কুয়াশারে এনেছে ডেকে

খসেপড়া পালকের ক্লান্তি ভুলে সন্ধ্যার বাতাসে

বলাকা ডানায় ঝেড়ে ফেলে রোদ্দুরের ঘ্রাণ….

0.00 avg. rating (0% score) - 0 votes