রৌদ্রজ্জ্বল তুমি
……সাহাদাত হোসেন
শীতের সকাল , ঘুম থেকে উঠেই ক্লাস ,
একটা বিরক্তিকর ভাব ।
যথারীতি যাওয়া এবং ঘুম ঘুম চোখে
এদিক ওদিক তাকানো,
হঠাৎ চোখে পড়ে হালকা একটু রৌদ্র
জানালার ফাঁক দিয়ে এসে
একটি মেয়ের মুখে পড়ছে
আর তার সুন্দরতা বাড়িয়ে তুলছে ।
শীতের সাকালে এই উজ্জ্বল রৌদ্রটুকু
আমার মনের ভিতর স্থান খোজে
সঙ্গে হৃদয়ে ভেসে ওঠে সেই
রৌদ্রুজ্জ্বল ম্লান মুখটি ।
আমায় ভাবিয়ে তোলে এই রৌদ্র
একি সেই মেয়ে যাকে আমি ভালবাসি
কিন্তু আগে তো লাগেনি এমন
যখন ভালবাসতে লাগি ।