শুধু তুমি নেই

আজও মেঘনাটা বয়ে চলছে বুকে নিয়ে অজস্র জোয়ার,
দু’কূল জুড়ে বাতাসগুলো বইছে এখনো আগেরী মতো।
শুধু উড়ছে না তোমার এলোমেলো চুলগুলো,
করছে না কেউ একজন তোমায় প্রেম নিবেদন।
বিস্তির্ণ সরিষা ক্ষেতের মাঠগুলো আজও অক্ষত আছে।
যেখানে ফুটেছিল অগণিত ফুল, আজও ফুটে আছে।
শুধু তুমি নেই ফুলগুলোর মাঝে, নেই তোমার স্পর্শ।
দক্ষিণা বাতাসে এভাবেই ফুলের ঢেউগুলো চিরদিন মিশেবে দিগন্তে,
শুধু হাঁটবে না কেউ একজন তোমার খুব পাশাপাশি।
রাজপথের উপর শূন্য আকাশটায় আজ প্রচন্ড রোদ,
তুমি পাশে নেই বলে ঝরে পরছে না ঝিরি ঝিরি বৃষ্টি
কিছু অব্যক্ত অনুভূতি নিয়ে হেটে যাচ্ছে না দু’জন,
তুমি ধরবে বলে বাড়িয়ে দিচ্ছে না কেউ একজন হাত।
নিষ্প্রাণ শহরের অলিতে-গলিতে আজও শত মানুষের আনাগুনা,
শুধু নেই তোমার হেঁটে যাওয়ার নিপুন ছন্দ।
শুধু নেই তোমার সেই উদ্ভাসিত হাসির অঝোর ধাঁরা
নেই তোমাকে একটি পলক দেখার অধীর প্রত্যাশায়,
পাগলের মতো কারো এদিক-ওদিক ছুটাছুটির প্রত্যয়।

0.00 avg. rating (0% score) - 0 votes