ব্রজ কিশোর দাস
সেই ফেলে আসা ধূলো মাখা মলিন স্মৃতি গুলি
আজো এঁকে যায় ঝাপসা চোখের তারায়
রঙিন স্বপ্নের ধূসর দিনগুলি।
আঘ্রাণেতে মন মাতানো সজল দীঘির পারে,
হামা গুড়ি দিয়ে সন্ধ্যা আসতো ফিরে…..
নদীর চরে মাতাল হাওয়ায় দামাল কাশের দল,
হাসিতে খুশিতে কতইনা, হোতাম বে-সামাল।
চৈত্রের দুপুর স্তব্ধ নূপুর বেসুরা পাতার বাশি,
কানামাছি আর বৌ ছোয়া নিয়ে
হোত কত হাসা হাসি।
কত যে খেয়েছি মায়ের বকুনি ছুটেছি বালক দল,
তবুও ফিরেছি ঘরের খোঁজে মায়ের আঁচল তল।
সে সব স্মৃতি আজো অমলিন দু’চোখের পাতা জুড়ে,
ক্লান্ত চরণ স্মৃতির চয়ণ আসবে কি আর ফিরে!