মায়ের কথায় চলি পথ ।। শফিক তপন
————————–
আমার মায়ের পায়ের নীচের মাটিই
আমার কাছে স্বর্গ,
আমার জন্মদাত্রী মাতাই পৃথিবীতে
সব চেয়ে বড় গর্ব ।
আমার মায়ের মুখের প্রতিটি কথা
আমার কাছে নীতি,
মায়ের আশায় চলি পথ লাজ নাই
হারি কিংবা জিতি ।
মায়ের কথায় চলি পথ ।। শফিক তপন
————————–
আমার মায়ের পায়ের নীচের মাটিই
আমার কাছে স্বর্গ,
আমার জন্মদাত্রী মাতাই পৃথিবীতে
সব চেয়ে বড় গর্ব ।
আমার মায়ের মুখের প্রতিটি কথা
আমার কাছে নীতি,
মায়ের আশায় চলি পথ লাজ নাই
হারি কিংবা জিতি ।