আমার মায়ের সোনা দেহ

আমার মায়ের সোনা দেহ
——————–শফিক তপন

আমার মায়ের সোনার দেহ পুইড়া হইছে
কালা গো পুইড়া হইছে কালা,
সন্তানদের পাইল্লা বড় করছেন সইয়া শত
জ্বালা গো সইয়া শত জ্বালা ।

আমার মায়ের মেঘলা কেশ পাইক্কা হইছে
সাদা গো পাইক্কা হইছে সাদা,
সেই মায়েরই মমতা ছাড়াযে জীবন মোর
আধা গো জীবন মোর আধা ।

মায়েদের ঋণ জীবনে কখনও যায়না করা
শোধ গো যায়না করা শোধ,
মাগো তুমি মোরে কর ক্ষমা আমি বড়
নির্বোধ গো আমি বড় নির্বোধ ।

0.00 avg. rating (0% score) - 0 votes