তোমার স্পর্শেই যেন

তোমার স্পর্শেই যেন মুক্তির স্বাদ
তোমার অবহেলায়
হৃদয়ে পুঞ্জিভূত অগ্নেয়গিরির সুপ্ত লাভা
ধ্বংস করে দিতে চায়
সমস্ত লোকাচার,
আঁধারে গেজে ওঠা সমস্ত পৈচাশিক স্পন্ধন
হৃদপিন্ডের দরজায় বার বার কড়া নাড়ে
নিষ্পেষিত স্বপ্নের হাতে ফেরারী প্রেম পত্র
তোমার স্পর্শেই যেন
কেঁপে ওঠে অন্ধকারে জেগে থাকা সমস্ত নক্ষত্র
লক্ষ ভ্রষ্ট পথিকের মত-
ভিক্ষার থালায় স্বপ্নের খোঁজে ক্লান্ত দুঃসময়
তবুও তোমার স্পর্শেই যেন মুক্তির স্বাদ।।

0.00 avg. rating (0% score) - 0 votes