আঁধারে হারিয়েছি পথ তবুও চলেছি ছুটে-
শহরের কোলাহল ছেড়ে গ্রামের নির্জনতার ভিড়ে
মনে করো তুমি আছ আমি আছি দুজনেই পাশাপাশি
ভুলের মাশুল দিতে ভুল করি বারে বারে
অসংখ্য তারারা সাতরিয়ে চলে যায় অন্য আর এক আকাশে
নক্ষত্রের ম্লান জোছনায় পাশাপাশি পড়ে থাকি দুজনে
সবুজের প্রান্তরে অনেক হেঁটেছি- শুধু দুজনে
বাংলার পথে পথে ঘুরে ঘুরে ক্লান্ত শিশিরে
চোখের অলসতা নিয়েছি ধুয়ে
স্মৃতির বিড়ম্বনা স্মরণের আবরণে
নিশীথের শিশিরের মত অশ্রু হয়ে ঝরে পড়ে
আগ্নেয়গিরির জ্বলন্ত লাভা হৃদয়ে পুশে
ডানা ভাঙ্গা শালিকের মত পড়ে আছি-ধূসর ঘাসের বুকে
শুধু নেই আজ আর সেই দুজনে।।