আজ ভেঙে দিলে সুখের বাঁধ ভালবাসার ছোঁয়ায়,
বহুদিন ছিল যা এ মনের কামনায়,
তোমার মুখের ঐ সুপ্ত হাসি, এক চিমটি ভালবাসা
প্রখর রোদের উত্তাপ ঝলসানো মরুভূমির বুকে,
বহু কষ্টে খুজে পাওয়া একটুখানি প্রশান্ত হাওয়া।
তোমার মেঘ কালো ঐ চোখের চাহনি,
মুক্ত ঝরা হাসির অঝোর ধারা,
নিমিষেই প্লাবিত করে মনের আকাশ।
যেখানে শুধুই ঝরে ভাললাগা-ভালবাসার বৃষ্টি।
ভাবনাহীন এলোমেলো কিছু স্বপ্ন তোমায় ঘিরে,
বয়ে চলা জীবনের প্রতিটি স্তরে বিতরে।
সাজিয়ে দিও যতন করে আপন মায়ায়।
তোমার হাতের একটুখানি আলতো ছোঁয়া
গোলাপী ঠোঁটের একটুখানি স্পর্শ
স্বর্গ-সুখকে হার মানানো কিছু অমূল্য ভালবাসায়
জড়িয়ে রেখ সারাটি জীবন।
কথা দিলাম থাকবো পাশে অন্তহীন এ পথের,
শেষ দিগন্তেও ভাবনাহীন হাতটি ধরে।